সরবরাহ সংকটে ঊর্ধ্বমুখী দেশের পেঁয়াজের বাজার
- প্রকাশিত সময় ০৩:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- / 115
চট্টগ্রামের খাতুনগঞ্জে খালি পড়ে আছে বেশির ভাগ পেঁয়াজের মোকাম। সরবরাহ সংকটে এই অবস্থা বলে জানান আড়তদাররা। যার প্রভাবে গত এক সপ্তাহে পাইকারি পর্যায়ে দাম বেড়েছে ১০ টাকা পর্যন্ত।
দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে এক সপ্তাহ ধরে দেশি ও ভারতীয় পেঁয়াজের সরবরাহ কমে অর্ধেকে নেমেছে। যেখানে প্রতিদিন বাজারে ট্রাকে ট্রাকে পেঁয়াজ ঢুকত, সেখানে এখন হাতে গোনা কয়েকটি ট্রাক আসছে। বেশির ভাগ দোকান ও মোকামই খালি পড়ে আছে। এতে সরবরাহ ঘাটতি দেখা দেয়ায় গত সপ্তাহ থেকে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যটির দাম।
এক সপ্তাহের ব্যবধানে পাইকারি পর্যায়ে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ১০ টাকা পর্যন্ত। বৃহস্পতিবার (১০ আগস্ট) খাতুনগঞ্জে পাইকারি পর্যায়ে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৬৫ থেকে ৬৮ টাকা দরে বিক্রি হচ্ছে আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫থেকে ৪৮ টাকা দরে। এ বাজারে গুটিকয়েক দোকানে দেশি পেঁয়াজের দেখা মিলেও ভারতীয় পেঁয়াজের সরবরাহও তেমন একটা নেই।
পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার বিষয়ে এক পাইকারি ব্যবসায়ী বলেন, পেঁয়াজের সরবরাহ না থাকায় দামটা একটু বাড়তি।