ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

ভারতে একজন স্টোকসের মতো ক্রিকেটারের অভাব দেখছেন নাসির

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৪:৩৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • / 170

দেশের মাটিতে এক দুর্দান্ত দল ভারত। তাদের দেশ থেকে সিরিজ জিতে আসাটা অনেক কঠিন। তবে ভারত দেশের বাইরে খেললেই একটা জায়গায় দুর্বলতা চোখে পরে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হুসেইনের। যার জন্যই বেশ অনেকদিন ধরেই শিরোপা খরায় ভুগছে দলটি।

নাসির হুসেইন মনে করেন, ভারতে একজন ক্যামেরুন গ্রিন কিংবা বেন স্টোকসের মতো অভাব রয়েছে। হার্দিক পান্ডিয়া ইনজুরির কারণে দলে নিয়মিত নন। তবে হুসেইন মনে করেন, পান্ডিয়া নিয়মিত হলেও এই সমস্যার সমাধান হতো না।


সবশেষ দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেললেও ভারত জিততে পারেনি একটিও—নিউজিল্যান্ডের পর সর্বশেষ অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ডের মাটিতে হেরেছে তারা। দেশের বাইরে সর্বশেষ দুটি সিরিজ—ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশে সফল হয়েছে ভারত। তবে এর বাইরে দেশের বাইরে ভারতের পারফরম্যান্স ভালো–মন্দ মিলিয়েই।

এদিকে ভারতের ওপেনিং জুটি থেকে শেষ পর্যন্ত ভারসাম্যই দেখছেন নাসির হুসেইন। সব মিলিয়ে অনেক শক্ত প্রতিপক্ষ-ই মানছেন ভারতকে। নাসির হুসেইন বলেন, ‘তারা দেশের মাটিতে দুর্দান্ত। দেশে দলটির ভারসাম্যও অসাধারণ। রোহিত শর্মা এবং অবশ্যই বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটার আছে, যারা বিশ্বমানের। শুভমানের মতো তারকাও উঠে আসছে। যদি জাসপ্রীতও ফিরে আসে, যে ফিট থাকলে একাধিক সংস্করণে সেরা না হলেও দারুণ একজন বোলার। সিনিয়র ক্রিকেটার ও উঠতি তারকা আছে, বোলিংয়ে জেনুইন অলরাউন্ডার আছে—অক্ষর, জাদেজা ও অশ্বিন। বেশ ভারসাম্যপূর্ণ একটা দল। ৭ নম্বরেও একজন (ভালো ব্যাটসম্যান) আছে।’ 

তবে একটা অবস্থানে দুর্বলতা দেখছেন নাসির। এই পজিশনটা নিয়েই মূলত কথা নাসির হুসেইন। সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেন, ‘দেশের বাইরে দল ভারসাম্যপূর্ণ হতে পারে, যদি তারা একজন পেস বোলিং অলরাউন্ডার পায়। ফিট থাকলে হার্দিক এ ভূমিকায় দারুণ উপযোগী। তাই ভারতের যদি একজন স্টোকস, ক্যামেরন গ্রিন ধরনের ক্রিকেটার, মিচেল মার্শের মতো ক্রিকেটার, যারা ছয় বা সাতে ব্যাটিং ও দেশের বাইরে ১০-১৫ ওভার বোলিং করে দিতে পারে, সিম-সুইংয়ে উইকেট নিতে পারে, তেমন কেউ থাকলে তারা দেশের বাইরে ভারসাম্যপূর্ণ একটা দল হয়ে উঠতে পারে।’

এই রকম আরও টপিক

ভারতে একজন স্টোকসের মতো ক্রিকেটারের অভাব দেখছেন নাসির

প্রকাশিত সময় ০৪:৩৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

দেশের মাটিতে এক দুর্দান্ত দল ভারত। তাদের দেশ থেকে সিরিজ জিতে আসাটা অনেক কঠিন। তবে ভারত দেশের বাইরে খেললেই একটা জায়গায় দুর্বলতা চোখে পরে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হুসেইনের। যার জন্যই বেশ অনেকদিন ধরেই শিরোপা খরায় ভুগছে দলটি।

নাসির হুসেইন মনে করেন, ভারতে একজন ক্যামেরুন গ্রিন কিংবা বেন স্টোকসের মতো অভাব রয়েছে। হার্দিক পান্ডিয়া ইনজুরির কারণে দলে নিয়মিত নন। তবে হুসেইন মনে করেন, পান্ডিয়া নিয়মিত হলেও এই সমস্যার সমাধান হতো না।


সবশেষ দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেললেও ভারত জিততে পারেনি একটিও—নিউজিল্যান্ডের পর সর্বশেষ অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ডের মাটিতে হেরেছে তারা। দেশের বাইরে সর্বশেষ দুটি সিরিজ—ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশে সফল হয়েছে ভারত। তবে এর বাইরে দেশের বাইরে ভারতের পারফরম্যান্স ভালো–মন্দ মিলিয়েই।

এদিকে ভারতের ওপেনিং জুটি থেকে শেষ পর্যন্ত ভারসাম্যই দেখছেন নাসির হুসেইন। সব মিলিয়ে অনেক শক্ত প্রতিপক্ষ-ই মানছেন ভারতকে। নাসির হুসেইন বলেন, ‘তারা দেশের মাটিতে দুর্দান্ত। দেশে দলটির ভারসাম্যও অসাধারণ। রোহিত শর্মা এবং অবশ্যই বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটার আছে, যারা বিশ্বমানের। শুভমানের মতো তারকাও উঠে আসছে। যদি জাসপ্রীতও ফিরে আসে, যে ফিট থাকলে একাধিক সংস্করণে সেরা না হলেও দারুণ একজন বোলার। সিনিয়র ক্রিকেটার ও উঠতি তারকা আছে, বোলিংয়ে জেনুইন অলরাউন্ডার আছে—অক্ষর, জাদেজা ও অশ্বিন। বেশ ভারসাম্যপূর্ণ একটা দল। ৭ নম্বরেও একজন (ভালো ব্যাটসম্যান) আছে।’ 

তবে একটা অবস্থানে দুর্বলতা দেখছেন নাসির। এই পজিশনটা নিয়েই মূলত কথা নাসির হুসেইন। সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেন, ‘দেশের বাইরে দল ভারসাম্যপূর্ণ হতে পারে, যদি তারা একজন পেস বোলিং অলরাউন্ডার পায়। ফিট থাকলে হার্দিক এ ভূমিকায় দারুণ উপযোগী। তাই ভারতের যদি একজন স্টোকস, ক্যামেরন গ্রিন ধরনের ক্রিকেটার, মিচেল মার্শের মতো ক্রিকেটার, যারা ছয় বা সাতে ব্যাটিং ও দেশের বাইরে ১০-১৫ ওভার বোলিং করে দিতে পারে, সিম-সুইংয়ে উইকেট নিতে পারে, তেমন কেউ থাকলে তারা দেশের বাইরে ভারসাম্যপূর্ণ একটা দল হয়ে উঠতে পারে।’