জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু পরিষদের রক্তদান কর্মসূচী
- প্রকাশিত সময় ০২:৩৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- / 152
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া বঙ্গবন্ধু পরিষদ মৌড়াইল শাখার আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) সকালে শহরের মৌড়াইল ইউনাইটেড কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘মোস্তাকের অনুসারীরা সবসময় ঘাপটি মেরে থাকে। ১৯৭১ সালেও এই মোস্তাক ছিল কিন্তু তাকে কেউ চিনতে পারেনি। ১৯৭৫ সালে সেই মোস্তাকের প্রকৃত চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছিল। শেখ হাসিনাও প্রচলিত আইনে থেকেই বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে।’
তিনি আরও বলেন, ‘তারা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখল করেছিল। বাংলার জনগণ শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে তার প্রতিশোধ নিয়েছে। তারা মানুষ হত্যা করেছে আর আমরা নিজেদের রক্ত দিয়ে মানুষকে বাঁচিয়ে রক্তের ঋণ শোধ করব।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএর) সভাপতি ডা. এফ জামান, সাধারণ সম্পাদক ডা. মো. আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুসহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ।