নারী শ্রমিককে পিটিয়ে হত্যা: আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- প্রকাশিত সময় ০৪:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- / 136
কিশোরগঞ্জের করিমগঞ্জে দাদনের টাকার জন্য নারী শ্রমিককে পিটিয়ে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা মো. নূর আলমকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১৪ আগস্ট) বিকেলে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
মো. নূর আলম (২৮) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা গুণধর ইউনিয়নের ইন্দাচুল্লি গ্রামের মৃত মশ্রব আলীর ছেলে। তিনি গুণধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
গত ৬ আগস্ট দুপুরে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নূর আলম দাদনের টাকার জন্য একই গ্রামের গৃহবধূ ইটখোলা শ্রমিক বিলকিছ বেগমকে ঘর থেকে ধরে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ছেলে মাসুম বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
র্যাব জানায়, নূর আলমকে ধরতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এছাড়াও আসামির অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে র্যাব। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান ঢাকায় নিশ্চিত হয় র্যাব। র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম.এম. সবুজ রানার নেতৃত্বে র্যাবের একটি দল রোববার বিকেল সাড়ে ৩টায় ঢাকার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এর আগে নূর আলমের ভাই সুজনকে গ্রেফতার করে করিমগঞ্জ থানা পুলিশ। আর গ্রেফতার নূর আলমকে করিমগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।