ঈশ্বরদীর মোকারামপুরে কৃষকের বাড়িতে ডাকাতি
- প্রকাশিত সময় ০৯:৫৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
- / 273
পাবনার ঈশ্বরদী পৌরসভার মোকারামপুরে এক কৃষকের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঈশ্বরদীর মোকারামপুর গ্রামের মোঃ বাবুল হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতির ভুক্তভোগী মোঃ বাবুল হোসেন মালিথা (২৭) ঈশ্বরদী থানার মোকারামপুর গ্রামের মোঃ ইদ্রিস আলী মালিথার ছেলে।
ভুক্তভোগীর ভাই রবিউল ইসলাম ডাকাতির বিষয়ে জানান, আমার কাছে একটি ফোন আসে আমার বড় ভাই মোঃ বাবুল হোসেন মালিথা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তাত অবস্থা চিকিৎসাধীন আছে। এই খবর শুনে আমি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আমার ভাইয়ের নিকট থেকে জানতে পারি যে, তা বসত বাড়িতে ডাকাত পড়েছে।
আমার ভাই আমাকে জানান, আনুমানিক ২৫ থেকে ৪০ বছরের মধ্যে তার বসতবাড়িতে ৫ জন ডাকাত মুখে মাস্ক ও টুপি পরে প্রথমে বাড়ির মেইন গেটের শিকল কেটে বাড়ীর মধ্যে প্রবেশ করে এবং দরজায় লাথি মেরে ভেঙ্গে ঘরের মধ্যে ঢুকে ধারালো হাঁসুয়া দিয়ে আমার ভাইয়ের ডান হাতের কবজির উপর কোপ মারে এবং আমার ভাবী ও ভাতিজিকে বেঁধে রেখে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে চলে যায়।
পরে স্থানীয় লোকজন আমার ভাইকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আমার ভাইয়ে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এখন আমার চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে আছে।
সুত্রমতে জানা যায়, ভুক্তভোগির বাড়ি থেকে সোনার চেন, কানের দুল, নগদ টাকা, দুটি মোবাইল ফোনসহ প্রায় ১ লাখ টাকা মূল্যের মালামাল ডাকাতি করে নিয়ে যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, আমরা ডাকাতি খবর জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছি। ভুক্তভোগি থানায় ডাকাতির একটি লিখিত অভিযোগ করেছে। আসামী এখনো গ্রেফতার হয়নি, তবে দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।