চাটমোহরে প্রশাসনের পরিচয়ে প্রতারণা চক্রের ২ সদস্য গ্রেফতার
- প্রকাশিত সময় ১২:৫৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
- / 131
পাবনার চাটমোহর থেকে প্রশাসনের পরিচয়ে প্রতারণা চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২, পাবনা।
শনিবার ২৪ ফেব্রুয়ারি পাবনা জেলার চাটমোহর থানার হাড়ান মোড় নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে র্যাব-১২।
গ্রেফতারকৃতরা হলো পাবনা জেলার চাটমোহর থানার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের মোঃ আজহার সরকারের ছেলে মোঃ মামুন হোসেন (৩০) ও মো: শাহআলমের ছেলে মো: ইমরান হোসেন (২৮)।
র্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানী কমান্ডর মেজর মো: এহতেশামুল হক খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানান হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকার আদালত প্রাঙ্গনে উদ্ধেগ উৎকণ্ঠা নিয়ে আসামীদের আত্মীয় স্বজনেরা অপক্ষো করেন। কেউ জামিনের জন্য আবার কেউ অপেক্ষা করেন কারাগার থেকে হাজিরা দিতে আসা স্বজনদের একনজর দেখার জন্য। এধরনের ব্যাক্তিদের/আত্মীয় স্বজনদের টার্গেট করে এক ধরনের প্রতারক চক্র। কখনো জেল সুপার, কখনো জেলা পুলিশ, কখনো উকিল পরিচয়ে আত্মীয় স্বজনের মোবাইল নাম্বারে ফোন করে সহযোগীতার আশ্বাস দেন এবং জামিন ও মামলার নিষ্পত্তির কথা বলে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ পাবনা জেলাতে নানা কৌশলে মোবাইলের মাধ্যমে প্রতরণা করে আসছে। এরকম একটি ঘটনায় প্রতারণার স্বীকার হয়ে একজন ভুক্তভোগী র্যাবের কাছে একটি লিখিত অভিযোগ করলে উক্ত ঘটনার তদন্তে নামে র্যাব-১২, সিপিসি-২, পাবনা। তারই ধারাবাহিকতায় প্রতারণা চক্রের মূলহোতা ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা প্রতারণার সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে। স্বীকারক্তিতে তারা বলেছে, ভুক্তভোগীকে কখনো জেল সুপার, আতাইকুলা থানার ডিউটি অফিসার, থানার এসআই, জনৈক উকিলসহ বিভিন্ন পরিচয়ে তার পিতার জামিন ও মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়ে প্রায় ১ লাখ ৭ হাজার টাকা হাতিয়ে নেয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।