বিজ্ঞপ্তি :
আটঘরিয়ায় মাধ্যমিক শিক্ষকদের ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ শুরু
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
- প্রকাশিত সময় ০২:১০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
- / 181
আইসিটিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে আটঘরিয়ার মাধ্যমিক স্তরের শিক্ষকদের ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ শুরু হয়েছে।
মাধ্যমিক স্তরের শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম।
বেনবেইজ কর্তৃক পরিচালিত শনিবার ২৪ ফেব্রুয়ারি থেকে আটঘরিয়া উপজেলার আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে মাধ্যমিক স্তরের শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। এ প্রশিক্ষণ চলবে ৯ মার্চ পর্যন্ত।
এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকার প্রশিক্ষণ শেষে স্ব-স্ব কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের মাঝে আইসিটিতে প্রশিক্ষণ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
১৫ দিনের এই প্রশিক্ষণ কর্মশালার প্রধান হিসেবে আছেন সহকারী প্রোগ্রামার মোঃ নাঈম রেজা এবং মাস্টার ট্রেইনার হিসেবে আছেন তিনজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক।