পাবনা জেলা পরিষদের জাতীয় স্থানীয় সরকার দিবস পালন
- প্রকাশিত সময় ০৫:৫৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
- / 121
“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে পাবনা জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র মুর্যালে জেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি দিবসটি উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু’র মুর্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ অতুল মন্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম সোহেল, আইরিন কিবরিয়া কেকা, দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ও পাবনা জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি।
এছাড়াও এইদিনে পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকনের নেতৃত্বে ব্যান্ড পার্টির বাজনার তালে তালে একটি বর্ণাঢ্য র্যালি জেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক পুলিশ লাইনস্ এর শাপলা চত্বর হয়ে পাবনা জেলা স্কুল প্রদক্ষিণ করে পুনরায় জেলা পরিষদে এসে শেষ হয়।