পাবনায় জমিজমা সংক্রান্ত বিরোধে ৭ জন আহত
- প্রকাশিত সময় ০৯:০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / 86
পাবনায় জমিজমা সংক্রান্ত বিরোধে পত্রিকা বিক্রেতা মিন্টুসহ ৭ জন আহত হয়েছে।
শনিবার ২৩ মার্চ পাবনা সদর থানার ভজেন্দ্রপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে এ হতাহতের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থরা জানায়, পত্রিকা বিক্রেতা মিন্টুর চাচাতো ভাই আব্দুল মতিনের সাথে একই গ্রামের কাশেমের দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সামাজিক বিচারের সিদ্ধান্ত না মানায় সমাধানের লক্ষ্যে ঘটনার দিন আইনজীবী সহ বৈঠক চলছিল। এসময় সালিশের প্রধানগণ সরজমিনে জমি দেখতে গেলে মতিন ও তার চাচাতো ভাই পত্রিকা বিক্রেতা মিন্টুসহ তাদের ওপর প্রতিপক্ষের কাশেমের পুত্র আফাজ ও তাদের লোকজন লাঠিশোটা নিয়ে হামলা চালায়। এতে ৭ জন মারাত্মকভাবে জখম হয়।
আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন, মিন্টু, নাজমুল, শামীম। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
আহত মিন্টুসহ ৪ জনের মাথায় একাধিক সেলাই ও ব্যান্ডেজ করা হয়। এছাড়াও পরে প্রতিপক্ষের লোকজন আহতদের বাড়িঘরে হামলা করলে বেশ কয়েকজন মহিলা আহত এবং বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছিল।