সিরাজগঞ্জের শাহজাদপুরে রাস্তা মেরামতের দাবিতে স্থানীয় এলাকাবাসির মানববন্ধন
- প্রকাশিত সময় ০৯:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / 89
সিরাজগঞ্জের শাহজাদপুরে পোরজনা ইউনিয়নের চরকাদই বিলে একটি রাস্তার মেরামতের দাবিতে স্থানীয় এলাকাবাসি মানববন্ধন করেছে।
শুক্রবার ২২ মার্চ বিকেলে উপজেলার পোরজনা ইউনিয়নের চরকাদই বিলে ৫০ মিটার রাস্তা সংস্কারের দাবিতে ও ঠিকাদার কর্তৃক টাকা আত্মসাৎ করার প্রেক্ষিতে গ্রামের শত শত মানুষ রাস্তায় মানববন্ধন করে।
মানববন্ধনে গ্রামের নরাীরাও অংশ নেয়।
প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গ্রাম্য প্রধান সুলতান সরকার গোলজার প্রামানিক শহিদুল ইসলাম, সাগর হোসেন প্রমুখ।
বক্তরা বলেন, ইতিপূর্বে চলাচলের অযোগ্য এই রাস্তা নির্মানের জন্য গ্রামবাসি চাঁদা তুলে ২শ’ মিটার রাস্তা নির্মান করে। অথচ ঠিকাদার এই রাস্তা নির্মানের জন্য ২ লক্ষ টাকা তুলে নিয়ে সামান্য কাজ করেছে। বাকী কাজ না করায় রাস্তার মধ্যে গর্তের ন্যায় সৃষ্টি হয়েছে। এর ফলে গ্রামের মানুষের চলাচলের ভীষন সমস্যায় পড়তে হচ্ছে।
তারা জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কারের দাবি জানান। গ্রামবাসি ঠিকাদার কর্তৃক টাকা আত্মসাতের সুষ্ঠ তদন্ত ও এই রাস্তায় মাটি ফালানোর জন্য স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট জোর দাবি জানান।
এদিকে ইউএনও মোঃ কামরুজ্জামান জানান, মাটি ফালানোর কাজে কোন অনিয়ম ধরা পড়লে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।