ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- প্রকাশিত সময় ০২:৪৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / 148
>
<>পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ২৪ মার্চ হতে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে।>
২৪ মার্চে ৩ এপ্রিলের ঈদ অগ্রিম যাত্রার টিকিট ইস্যু করা হবে। এভাবে পর্যায়ক্রমে ৯ এপ্রিল পর্যন্ত ঈদ অগ্রিম যাত্রা পর্যন্ত টিকিট ইস্যু করা হবে।
ফিরতি যাত্রার টিকিট ৩ এপ্রিল হতে ইস্যু করা হবে। ঐদিন ১৩ এপ্রিল ঈদ ফিরতি যাত্রার টিকিট ইস্যু করা হবে। ঈদ ফিরতি যাত্রার টিকিট ১৩-১৯ এপ্রিল পর্যন্ত ইস্যু করা হবে।
যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার সুবিধার্থে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা হতে এবং পূর্বাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা হতে ইস্যু করা হবে।
ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রার (৩-১৯ এপ্রিল) আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে ইস্যু করা হবে।
ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা হবে না।
একজন যাত্রী ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রার সময় (৩-১৯ এপ্রিল) সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। প্রতিবারে সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবেন।
প্রতিবার টিকিট ক্রয়ের সময় নিবন্ধনকৃত মোবাইলে একটি OTP কোড প্রেরণ করা হবে যা যাত্রী কর্তৃক ভেরিফাই করতে হবে।
৩ এপ্রিল হতে ঈদের পূর্ব দিন পর্যন্ত চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনদ্বয় ঢাকা রেলওয়ে স্টেশনের পরিবর্তে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন হতে চলাচল করবে এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে না।
৩ এপ্রিল হতে ঈদের পূর্ব দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, বুড়িমারী, লালমনি, চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনসমূহের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।