বাঙালির স্বাধীনতার আকাঙ্খা মুছে দেওয়ার চেষ্টায় গণহত্যা শুরু করেছিল পাক হানাদার বাহিনী: ডেপুটি স্পিকার
- প্রকাশিত সময় ০৭:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / 145
পাবনার সাঁথিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৫ মার্চ সকাল ১১ টায় উপজেলার স্বাধীনতা সোপাস মুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল হক টুকু।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি বলেন, বাঙালির স্বাধীনতার আকাঙ্খা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্থানী হানাদার বাহিনী। তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা।
এসময় সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাতুল হক, আওয়ামীলীগ নেতা রবিউল করিম হিরু, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনসহ সরকারি কর্মকর্তাগন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও করে এক বিষেশ দোয়া করা হয়।