পাবনায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- প্রকাশিত সময় ০৯:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / 71
মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পাবনায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলার কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয় পাবনায় পুষ্পস্তবক অর্পন করেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও পাবনা প্রেসক্লাব।
সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি আকবর আলী মুন্সী, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান, সহকারী পরিচালক পাসপোর্ট মাজহারুল হক, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, পৌর মেয়র শরীফ প্রধান, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, এলজিআরডি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিআরটিএ এর সহকারী পরিচালক আব্দুল হালিম, পাসপোর্ট অফিস সহ বিভিন্ন শিক্ষা, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী ও বনমালী শিল্পকলা কেন্দ্র।
পরে শহীদ আমিনুদ্দিন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লেতে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি আকবর আলী মুন্সী।