ভেড়ামারায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- প্রকাশিত সময় ১০:২৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / 82
প্রত্যুষে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মঙ্গলবার কুষ্টিয়া ভেড়ামারায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
এদিন সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
এসময় ভেড়ামারা উপজেলা চত্বরে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।
এরপর কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ, ভেড়ামারা থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা জাসদ, পৌরসভা, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, ভেড়ামারা প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে পর্যায়ক্রমে পুম্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদ সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা এবং সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
অপরদিকে একইদিন সকাল সাড়ে ৮টায় ভেড়ামারা সরকারি কলেজ সংলগ্ন মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জহির।
পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে কুচকাওয়াজের উদ্বোধন করেন।
এসময় কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন, উপজেলা প্রশাসক, উপজেলা পরিষদ, ভেড়ামারা থানা।
কুচকাওয়াজে পুলিশ, পুলিশ ব্যান্ড দল, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি সহ বিভিন্ন স্কুল অংশগ্রহণ করে। কুচকাওয়াজে অংশ গ্রহণকারীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট ও পুরষ্কার বিতরণ করা হয়।
সকাল ৯ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কুষ্টিয়া- ২ (ভেড়ামারা- মিরপুর) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামারুল আরেফিন ঈদ উপহার পাঞ্জাবি ও সংবর্ধনা প্রদান করেন।
দুপুর সাড়ে ১২ টায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও গায়েবানা দোয়া অনুষ্ঠিত হয় এবং দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।