পাবনায় র্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে জরিমানা আদায়
- প্রকাশিত সময় ১২:৩৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- / 105
পাবনায় র্যাব-১২ ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
ব্যবসা প্রতিষ্ঠান দুটি হলো, পাবনার মালিগাছা বাজারের “পাবনা পিওর ফুড এন্ড বেভারেজ” ও টেবুনিয়া বাজারের “মেসার্স সোহেল এন্টারপ্রাইজ”।
“পাবনা পিওর ফুড এন্ড বেভারেজ” এর মালিক মোঃ ফিরোজ আহমেদ (৩৬) কে ১ লাখ টাকা এবং “মেসার্স সোহেল এন্টারপ্রাইজ” এর মালিক মোঃ ফরিদুল ইসলাম সোহেল(৩৫) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ২৮ মার্চ র্যাব-১২, সিপিসি-২, পাবনা এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মোঃ এহতেশামুল হক খানের নেতৃত্বে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পাবনা’র সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি’কে সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযনে পাবনা সদর থানার মালিগাছা বাজার সংলগ্ন “পাবনা পিওর ফুড এন্ড বেভারেজ” ব্যবসা প্রতিষ্ঠানকে বিএসটিআই এর অনুমোদন ব্যতীত বিভিন্ন ড্রিংকস জাতীয় খাদ্যদ্রব্য, টেস্টি স্যালাইন, তেতুল হজমি ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইন ভঙ্গের অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এবং নকল স্যালাইন তৈরীর কাজে ব্যবহৃত বিপুল পরিমান মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পরে দুপুর আড়াই টার দিকে পাবনা সদর থানার টেবুনিয়া বাজার সংলগ্ন “মেসার্স সোহেল এন্টারপ্রাইজ” নামক ব্যবসা প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও নুডুলস উৎপাদন করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইন ভঙ্গের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে র্যাবের এই বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।