ঈশ্বরদীর গ্রীনসিটি এলাকায় র্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে জরিমানা আদায়
- প্রকাশিত সময় ০১:২৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- / 122
পাবনার ঈশ্বরদীতে র্যাব-১২ ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।
ব্যবসা প্রতিষ্ঠান ৩টি হলো, ঈশ্বরদীর নতুনহাট গ্রীনসিটি এলাকার “INTENSE”, “সাবিহা বুটিক্স এন্ড ভ্যারাইটিজ স্টোর” এবং “wow lifestyle”।
অভিযনে “INTENSE” এর মালিক একেএম মাহবুবুল আলম খান (৪৫) কে ১০ হাজার টাকা, “সাবিহা বুটিক্স এন্ড ভ্যারাইটিজ স্টোর” এর মালিক মোঃ আহসান হৃদয় (২৮) কে ৫ হাজার টাকা এবং “wow lifestyle” এর মালিক মোঃ আব্দুল্লা আল রাজিব (৩৭) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ২৮ মার্চ র্যাব-১২, সিপিসি-২, পাবনা এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মোঃ এহতেশামুল হক খানের নেতৃত্বে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পাবনা’র সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি’কে সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে পণ্যের গায়ে মূল্য তালিকা না বসিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী মূল্য দিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রয় করার অপরাধে “INTENSE” নামক গার্মেন্টস ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, “সাবিহা বুটিক্স এন্ড ভ্যারাইটিজ স্টোর” কে ৫ হাজার টাকা এবং “wow lifestyle” কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে র্যাবের এই বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।