ফেনীতে ট্রাক ও ট্রেনের সংঘর্ষে নিহত ৬
- প্রকাশিত সময় ১১:২১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- / 105
ফেনীর মুহুরীগঞ্জ রেলওয়ে ক্রসিংয়ে বালুবাহী একটি ট্রাক ও ট্রেনের সংঘর্ষে ট্রাকের চালক এবং ট্রেনের যাত্রীসহ ৬ জন নিহত হয়েছেন।
শুক্রবার ৫ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে মুহুরীগঞ্জ রেলওয়ে ক্রসিংয়ে চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
ফেনী পুলিশ সুপার জাকির হাসান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মেইল ট্রেন শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম যাচ্ছিল। ট্রেন মুহুরীগঞ্জ রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় একটি বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে। এতে ট্রাকের চালকসহ ৬ জন নিহত হন। তাদের মধ্যে ৫ জন ট্রেনের যাত্রী ছিলেন। তারা ট্রেনের সামনে ইঞ্জিনে বসে চট্টগ্রাম যাচ্ছিলেন।
নিহতরা হলেন- ট্রাক চালক বরিশালের উজিরপুর থানার কাওয়ারচর গ্রামের আবুল হাওলাদারের ছেলে মিজানুর রহমান, ট্রেন যাত্রী কুমিল্লার লাকসাম থানার মনোহরপুর গ্রামের আবুল খায়েরের ছেলে আশিক, একই গ্রামের আমির আলির ছেলে আবুল খায়ের, চৌদ্দগ্রাম থানার সাততলা গ্রামের নুর আহাম্মদের ছেলে দ্বীন মোহাম্মদ, একই গ্রামের ইয়াছিনের ছেলে সাজ্জাদ ও রুহুল আমিনের ছেলে রিফাত। চৌদ্দগ্রামের ৩ জনসহ ৫ জন ঘটনাস্থলেই নিহত হন এবং একজন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে চৌদ্দগ্রাম থানার নিহত তিনজন বন্ধু বলে জানা গেছে। তারা ঈদের কেনাকাটা করার জন্য চট্টগ্রাম যাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই অপর বন্ধুরা তাদের মরদেহ দ্রুত গ্রামে নিয়ে যান এবং ময়নাতদন্ত ছাড়াই সেখানেই তাদের দাফন হয়।
দুর্ঘটনার পর ফেনী জেলা ও রেলওয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে দুর্ঘটনার সময় গেট ম্যান ছিলেন না বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, দুর্ঘটনার পর এক লাইনে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো। এ ঘটনার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি করা হবে।
পরে খবর পেয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।