ঈশ্বরদীতে বেশি দামে তরমুজ বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা
- প্রকাশিত সময় ০২:৩৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- / 138
পাবনার ঈশ্বরদীতে বেশি দামে তরমুজ বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ৮ এপ্রিল বিকালে উপজেলার ছলিমপুর ইউনিয়নের শিমুলতলা বাজারের ‘ঈশ্বরদী ভান্ডার’ নামক তরমুজের আড়তের মালিককে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
‘ঈশ্বরদী ভান্ডার’ নামক তরমুজের আড়তের মালিক মোঃ সেকম আলী (৩৫) উপজেলার শিমুলিয়া গ্রামের মোঃ মোফাজ্জল ইসলামের ছেলে।
র্যাব-১২, সিপিসি-২, পাবনা এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১২, সিপিসি-২, পাবনার স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, পাবনা এর সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদ হাসান রনির সমন্বয়ে যৌথ অভিযানিক দল গঠন করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানিক দল ঈশ্বরদী উপজেলার শিমুলতলা বাজারের ‘ঈশ্বরদী ভান্ডার’ নামক একটি তরমুজের আড়তে নির্ধারিত মূলের চেয়ে বেশী দামে তরমুজ বিক্রয় অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে র্যাবের এই বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।