চিকনাই নদীর উপর ব্রীজটির নির্মাণকাজ ৩ বছরেও শেষ হয়নি
- প্রকাশিত সময় ০৮:৪৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- / 89
পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম-কুচলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে চিকনাই নদীর উপর নির্মিতব্য ব্রীজটির ৩ বছরেও নির্মাণকাজ শেষ না হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে।
ফরিদপুর উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, প্রায় ৬ কোটি টাকা প্রাক্কলিত মূল্যে মঙ্গলগ্রাম-কুচলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তার মাঝে চিকনাই নদীর উপর প্রায় ৬৪ মিটার দৈর্ঘ্যের এ ব্রীজটি ২০২১ সালের মার্চ মাসে নওগাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বসুন্ধরা হাউস বিল্ডার্স নির্মাণ কাজ শুরু করে। ব্রীজটি ২০২২ সালের আগষ্ট মাসের মধ্যে শেষ করার চুক্তি ছিল। ঠিকাদার ঐ বছর তিনটি পিলার নির্মাণ করে কাজ ফেলে রেখে চলে যায়। পরের বছর এসে পশ্চিম পাশের এ্যাপার্টমেন্ট ওয়াল নির্মাণ করে আবার কাজ বন্ধ করে চলে যায়। এ বছর জানুয়ারী মাসে এসে পশ্চিম পাশে গার্ডারের একটি সার্টার করে। আবারও কাজ বন্ধ রয়েছে।
ব্রীজটি নির্মান কাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় এ ব্রীজের পশ্চিম পাশে ফরিদপুর-পাবনা সড়কের প্রায় ২৬০ মিটার রাস্তা কাঁচা রাখতে হয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন শতাধিক যানবাহন চলা করে। একটু বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল সম্পুর্ণরুপে বন্ধ হয়ে যায়। ব্রীজটি নির্মাণ শেষ না হলে এ রাস্তাও পাকা করা যাচ্ছে না।
একদিকে ব্রীজ নির্মাণ শেষ হচ্ছে না আবার রাস্তাও পাকা করা যাচ্ছে না। ফলে এলাকাবাসী চরম দুর্ভোগ পেহাচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ আবু সাঈদ মোস্তাফিজুর রহমান জানান, ঠিকাদারকে বার বার তাগাদা দেওয়া হচ্ছে। এবার যদি কাজ শেষ না করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।