ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন
- প্রকাশিত সময় ০১:৩৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
- / 110
পাবনার ঈশ্বরদীতে পাষণ্ড স্বামীর ছুরিকাঘাতে রিনা বেগম (২৯) নামে এক স্ত্রীকে হত্যার ঘটনা ঘটেছে। ঘাতক স্বামী মোঃ মিলন হোসেনকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
রবিবার ২ জুন সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিম পাড়ায় এ মর্মান্তিক হত্যা সংঘটিত হয়েছে।
ঈশ্বরদী থানা ওসি তদন্ত মনিরুল ইসলাম এ হত্যার তথ্য নিশ্চিত করেন।
নিহত গৃহবধূ রাজশাহী জেলার বাঘা থানার চক সিঙ্গাপাড়া গ্রামের মোঃ আকবর আলীর মেয়ে। সে ঈশ্বরদী ইপিজেড-এর রেনেসাঁ কোম্পানিতে শ্রমিক পদে চাকরি করতো এবং বাঘইল পশ্চিম পাড়ার আব্দুর রহমানের বাড়িতে ভাড়া থাকতো।
ঘাতক স্বামী মোঃ মিলন হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বাসুনিয়া পট্টি এলাকার মোঃ শুকুর আলীর ছেলে। সে পেশায় টাইলস মিস্ত্রি এবং ইপিজেড গেটের সামনে জনৈক লাভলুর ম্যাচে ভাড়া থাকতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিনা বেগম বছর দুয়েক আগে স্বামীর থেকে আলাদা হয়ে বাঘইল পশ্চিম পাড়ায় ভাড়া বাসায় বসবাস করতো এবং ঈশ্বরদী ইপিজেড-এর রেনেসাঁ কোম্পানিতে চাকরি করতো। ঘটনার দিন সকালে রিনা চাকরিতে যাওয়ার সময় স্বামী মিলন পথরোধ করে উপুর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে রিনা বেগম। স্থানীয় লোকজন ঘাতক স্বামী মিলন হোসেনকে আটক করে ঈশ্বরদী থানা পুলিশকে সংবাদ দেন।
ঈশ্বরদী থানার ওসি তদন্ত মনিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মৃতদেহ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে। মৃতদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।