ঢাকা ১১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

ঈশ্বরদীতে মুক্তিপনের টাকা না পেয়ে বৃদ্ধকে হত্যার প্রধান আসামি গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত সময় ০৯:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • / 98



ঈশ্বরদীতে মুক্তিপনের ১০ লাখ টাকা না পেয়ে বৃদ্ধকে হত্যার প্রধান আসামি মোঃ শাজাহান (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ।

ঈশ্বরদী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মনিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামী মোঃ শাজাহান উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের মোঃ আজিবর রহমানের ছেলে।

ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, মোটা অংকের মুক্তিপনের আশায় গত ২৪ আগস্ট রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নাইট ডিউটি শেষে ঈশ্বরদী শহরের দিকে আসার পথে উপজেলার কৈকুন্ডা এলাকার মোঃ সিরাজুল ইসলাম (৬৫) কে আসামীসহ তার অপর সঙ্গীরামিলে অপহরণ করেন।

এদিকে দুপুরে গড়িয়ে গেলেও পিতার কোন সন্ধান না পেয়ে চিন্তিত নিহত সিরাজের বড় ছেলের কাছে তার বাবাকে অপহরণ করা হয়েছে মর্মে ১০ লক্ষ টাকা মোবাইল যোগে (তার বাবার ফেন থেকেই কল করেন তারা) মুক্তিপণ চান অপহরণ কারীরা।

মুক্তিপন না দিলে তার বাবাকে হত্যা করা হবে বলেও শাসান অপহরণকারীরা। বাবার অপহরণের বিষয়টি আমলে নিয়ে ঐ দিনই ঈশ্বরদী থানায় এসে তার বড় ছেলে মোঃ আল আমিন বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

তারপর নিখোঁজের ৭ দিনপর গত শনিবার ঈশ্বরদী পৌর শহরের রহিমপুর এলাকার চারতলা বিশিষ্ট একটি ভবনের চতুর্থ তলার শৌচাগার থেকে নাইলনের দড়ি দিয়ে হাত-পা বাধা, উলঙ্গ অবস্থায় অপহৃত বৃদ্ধার অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেন পুলিশ।

প্রাথমিক অবস্থায় এটিকে পরিকল্পিত হত্যা নির্নয় করে পুলিশ ঐ ফ্লোরের ভাড়াটিয়া মোঃ শাজাহান দম্পতিকে সন্ধান করতে শুরু করেন। অতঃপর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় খুনের মুল হোতা শাজাহানকে বড়ইচারা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হন। তবে প্রাথমিক জিজ্ঞাসায় খুনের দায় স্বীকার করেছেন শাজাহান বলেও জানা গেছে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের ছেলে আল আমিন বাদি হয়ে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেছে। আসামীকে পাবনা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই রকম আরও টপিক

ঈশ্বরদীতে মুক্তিপনের টাকা না পেয়ে বৃদ্ধকে হত্যার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত সময় ০৯:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪



ঈশ্বরদীতে মুক্তিপনের ১০ লাখ টাকা না পেয়ে বৃদ্ধকে হত্যার প্রধান আসামি মোঃ শাজাহান (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ।

ঈশ্বরদী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মনিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামী মোঃ শাজাহান উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের মোঃ আজিবর রহমানের ছেলে।

ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, মোটা অংকের মুক্তিপনের আশায় গত ২৪ আগস্ট রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নাইট ডিউটি শেষে ঈশ্বরদী শহরের দিকে আসার পথে উপজেলার কৈকুন্ডা এলাকার মোঃ সিরাজুল ইসলাম (৬৫) কে আসামীসহ তার অপর সঙ্গীরামিলে অপহরণ করেন।

এদিকে দুপুরে গড়িয়ে গেলেও পিতার কোন সন্ধান না পেয়ে চিন্তিত নিহত সিরাজের বড় ছেলের কাছে তার বাবাকে অপহরণ করা হয়েছে মর্মে ১০ লক্ষ টাকা মোবাইল যোগে (তার বাবার ফেন থেকেই কল করেন তারা) মুক্তিপণ চান অপহরণ কারীরা।

মুক্তিপন না দিলে তার বাবাকে হত্যা করা হবে বলেও শাসান অপহরণকারীরা। বাবার অপহরণের বিষয়টি আমলে নিয়ে ঐ দিনই ঈশ্বরদী থানায় এসে তার বড় ছেলে মোঃ আল আমিন বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

তারপর নিখোঁজের ৭ দিনপর গত শনিবার ঈশ্বরদী পৌর শহরের রহিমপুর এলাকার চারতলা বিশিষ্ট একটি ভবনের চতুর্থ তলার শৌচাগার থেকে নাইলনের দড়ি দিয়ে হাত-পা বাধা, উলঙ্গ অবস্থায় অপহৃত বৃদ্ধার অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেন পুলিশ।

প্রাথমিক অবস্থায় এটিকে পরিকল্পিত হত্যা নির্নয় করে পুলিশ ঐ ফ্লোরের ভাড়াটিয়া মোঃ শাজাহান দম্পতিকে সন্ধান করতে শুরু করেন। অতঃপর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় খুনের মুল হোতা শাজাহানকে বড়ইচারা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হন। তবে প্রাথমিক জিজ্ঞাসায় খুনের দায় স্বীকার করেছেন শাজাহান বলেও জানা গেছে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের ছেলে আল আমিন বাদি হয়ে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেছে। আসামীকে পাবনা কারাগারে প্রেরণ করা হয়েছে।