পাবনার ফরিদপুরে খানাখন্দকে ভরা রাস্তায় সীমাহীন জনদুর্ভোগ
- প্রকাশিত সময় ০৫:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
- / 38
পাবনার ফরিদপুরের গোপালনগর-আগপুংগলী খানাখন্দকে ভরা রাস্তায় সীমাহীন জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
রাস্তাটি মাত্র আড়াই বছর আগে মেরামত করা হয়। এত অল্প দিনেই রাস্তাটিতে ছোট-বড় অসংখ্যক খানাখন্দকের সৃষ্টি হওয়ায় যান চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীসহ সাধারণ যাত্রীদের।
এ রাস্তাটি দিয়ে প্রতিদিন উপজেলার ২১টি গ্রামের লোকজনসহ যান চলাচল করে থাকে। এ ছাড়া ফরিদপুর উপজেলা থেকে উল্লাপাড়া,শাহজাদপুর ও ভাঙ্গুড়া উপজেলার লোকজনসহ যানবাহনও এ রাস্তা দিয়ে চলাচল করে থাকে। রাস্তাটির এ অবস্থার ফলে প্রায় প্রতিদিনই ছোট-খাট দুর্ঘটনাও ঘটছে।
এ রাস্তায় প্রতিদিন চলাচলকারি ভ্যান চালক আজমত আলী বলেন, রাস্তাটিতে অসংখ্যক গর্ত আর খালের সৃষ্টি হওয়ায় অনেক কষ্ট হলেও পেটের দায়ে ভ্যান চালাতেই হয়।
সিএনজি চালক কামরুজ্জামান বলেন, প্রতিদিন এত কষ্ট হয় যে মনে কয় আর কোন দিন এ রাস্তা দিয়ে সিএনজি চালাবই না, কিন্তু সংসারের কথা চিন্তা করে মনে কষ্ট আর দুর্ঘটনার আশংকা নিয়েই চলাচল করি।
বনওয়ারীনগর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, রাস্তাটি খুবই গুরুত্বপুর্ণ, প্রতিদিন হাজার হাজার যান চলাচল করে অথচ কর্তৃপক্ষের এ রাস্তার প্রতি কোন নজর নেই।
জনদুর্ভেগের কথা স্বীকার করে ফরিদপুর উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, রাস্তাটি মেরামতের জন্য বরাদ্ধ চেয়ে ঢাকায় উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বরাদ্ধ এলেই দ্রুত রাস্তাটি মেরামত করা হবে।