সাঁথিয়ায় আরিফ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
- প্রকাশিত সময় ০৭:০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
- / 78
পাবনার সাঁথিয়ায় আরিফুল ইসলাম (২৭) হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ক্ষুদ্রগোপালপুর গ্রামবাসী কাশিনাথপুর বাজারে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে অবরোধ করে মানববন্ধন করেন।
মানববন্ধনটি এক পর্যায়ে বিক্ষোভে রুপান্তিত হয়। বিক্ষোভকারীরা আরিফুল ইসলাম হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও ফাসির দাবিতে স্লোগান দিতে থাকে। এ সময় মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। পুলিশ বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে গিয়ে ব্যর্থ হয়।
পরে বেড়া সার্কেল(এএসপি) আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের কাছে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে ২ঘন্টা পরে মহাসড়ক ছেড়ে চলে যান বিক্ষোভকারীরা।
উল্লেক্ষ্য, গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে সাঁথিয়ার ক্ষুদ্রগোপালপুর গ্রামের সাথে আমিনপুর থানার দ্বারিয়াপুর গ্রামের মধ্যে মারামারি হয়। পূর্ব বিরোধের জের ধরে সাঁথিয়ার আরিফুল ইসলামকে(২৭) নিজ এলাকা থেকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।
নিহত আরিফ উপজেলার ছাতকবরাট গ্রামের শাহাদতের ছেলে। এঘটনায় উভয় গ্রামের আরোও ৭ জন আহত হয়েছে।