ভেড়ামারায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
- প্রকাশিত সময় ০৩:১৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / 44
কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শোভা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার ৩০ সেপ্টেম্বর রাত ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শোভা মৃত্যু বরণ করেন।
শোভা ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে ইয়ার আলীর কন্যা।
শোভার দুলাভাই পল্লী চিকিৎসক মতিয়ার রহমান জানান, ৫/৬দিন আগে শোভা জ্বরে আক্রান্ত হয়। পরীক্ষার পর ডেঙ্গু ধরা পরে। স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পরও অবস্থার উন্নতি না হলে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার দিবাগত রাত ১টার দিকে শোভা মারা যায়।
সে এবার বিজেএম ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল বলে তার পরিবারের লোকজন জানান।
দুপুর আড়াইটায় উপজেলার মহারাজপুর গোরস্থানে জানাজা শেষে তাকে দাফন সম্পন্ন করা হয়।