ঘন ঘন বৃষ্টিতে আটঘরিয়ার শিম খেত বিনষ্ট; শিম চাষীদের মাথায় হাত
- প্রকাশিত সময় ১১:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / 51
পাবনার আটঘরিয়ায় শিম চাষিদের এবার মাথায় হাত। ঘন ঘন বৃষ্টিতে অর্ধেক শিম ক্ষেত নষ্ট হয়ে গেছে।
একদিকে শিমের ফুল ও গুটি ঝরে পড়েছে, অপরদিকে অনেক ক্ষেতে পানি জমে শিম গাছ মরতে শুরু করেছে।
শিম আবাদে আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন, চাঁদভা ইউনিয়ন ও দেবোত্তর ইউনিয়ন বিখ্যাত। প্রতিবছর এসব এলাকায় শত শত বিঘা জমিতে শিম চাষ করা হয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম হয় নাই।
কিন্তু বিগত প্রায় একমাস যাবৎ মাঝে মাঝে (প্রায় প্রতিদিন) হালকা ও ভারী বৃষ্টিপাতে উঠতি শিম গাছের ফুল ও ফল সবই নষ্ট হতে শুরু করে, কোন কোন শিম ক্ষেতে পানি জমে শিম গাছ মারা যেতে শুরু করেছে।
বর্তমান প্রতি কেজি সিম ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হলেও এখন আর শিম পাওয়া যাচ্ছে না। ফলে শিম চাষিদের মাথায় হাত।
বর্তমানে শিমের আড়ৎ বলে খ্যাত মুলাডুলি, সরাবাড়িয়া, চাঁদভা, ধলেশ্বরে এখনও বেচাকেনা নেই বললেই চলে।
মাজপাড়া ইউনিয়নের শিম চাষী উজ্জ্বল জানায়, তার দুই বিঘা জমির শিম বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে।
চাঁদভা ইউনিয়নের শিম চাষী আক্তার জানায়, তার শিম ক্ষেত পানিতে ডুবে পচন ধরেছে।
অপর এক চাষি হাফিজুল জানায়, এখনকার বৃষ্টির কারণে শিম চাষ করে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।