ঈশ্বরদীতে ছাত্র-জনতার উপর হামলায় আরো ৩ জন আ’লীগ নেতাকর্মী গ্রেফতার
- প্রকাশিত সময় ০৭:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / 75
ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকারীদের উপর হামলা ও গুলিবর্ষণ মামলায় লক্ষিকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব।
বুধবার ২ অক্টোবর দিবাগত গভীর রাতে আলমগীর শেখকে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া এবং মোসলেম উদ্দিন মুলাই ও নিজাম উদ্দিন প্রাং কে তাদের নিজ বাড়ি থেকে আটক করে ঈশ্বরদী থানা পুলিশ ও পাবনা র্যাব-১২।
আটককৃতরা হলেন, ঈশ্বরদী পূর্বটেংরী আমবাগান এলাকার মৃত ফরজ শেখ ছেলে আলমগীর শেখ (৩৭), উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়ন চরকুড়ুলিয়া প্রামাণিক পাড়ার মৃত জকিম উদ্দিন প্রামাণিকে ছেলে মোসলেম উদ্দিন মুলাই(৫০) ও একই এলাকার মকবুল হাজির ছেলে নিজাম উদ্দিন (৫০)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ঈশ্বরদী রেলগেট এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় গত ১৫ আগস্ট ও দাশুড়িয়া ট্রাফিক মোড়ে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় গত ১৯ আগস্ট নজরুল ইসলাম ও উসামা হোসাইন বাদী হয়ে ২টি মামলা করেন। এই দুই মামলার তাদের ৩ জনকে আটক করা হয়।
উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মুলাই’র নাম এজাহারে না থাকলেও মামলার তদন্তে এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে আটক করে থানা পুলিশ। অন্য ২ জন এজাহারভূক্ত আসামি ছিলেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে এ পর্যন্ত সর্বমোট ১২ জনকে আটক করা হয়। তারা হলেন- উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, ঈশ্বরদী পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ প্রধান, যুবলীগ কর্মী সজিব শেখ, দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফারুক ইব্রাহিম তারেক, দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিম ভোলা শ্রমিকলীগ সাবেক সাধারন সম্পাদক আব্দুস সালাম, উপজেলা যুবলীগ কর্মী আরিফুল ইসলাম আলিম, যুবলীগ কর্মী সুজন হোসেন, লক্ষিকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মুলাই, স্বেচ্ছাসেবক লীগের কর্মী আলমগীর শেখ ও লক্ষিকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী নিজাম উদ্দিন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারীদের হামলার দায়ে থানায় একাধিক মামলা হয়েছে। সেই মামলাগুলোয় অভিযুক্ত আসামিদের মধ্যে এ পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।