আন্তঃউপজেলা কাবাডি ফাইনাল খেলায় ২ স্কুলের সংঘর্ষে ইউএনও সহ আহত-৮
- প্রকাশিত সময় ০৭:৩৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / 88
পাবনার ঈশ্বরদীতে আন্তঃউপজেলা ক্রীড়া প্রতিযোগিতা কাবাডি ফাইনাল খেলায় রিয়াজুদ্দিন উচ্চ বিদ্যালয় ও সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ইউএনও সহ ৮ জন আহত হয়েছে।
মঙ্গলবার ৮ অক্টোবর বেলা ১২ টার দিকে ঈশ্বরদী উপজেলা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
আহতরা হলেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, সাড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র তৌফিক ইসলাম শুভ, লাইবেরিয়ান আবুল কালাম, রিয়াজুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মোঃ সালমান, দর্শনার্থীদের ঈশ্বরদী সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র নাইম সহ আরও ৩-৪ জন আহত হন।
এসময় সাড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ শিশির ও ঐ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান আবুল কালাম কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। আটককালে শিশিরের নিকট থেকে ১টি টিপ চাকু উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১২ টার দিকে কাবাডি খেলাকে কেন্দ্র করে দাশুড়িয়ার রিয়াজুদ্দিন উচ্চ বিদ্যালয় ও সাড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে সাড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান আবুল কালাম হামলার শিকার হন। এরপর লাইব্রেরিয়ান আবুল কালাম ছাত্রীদের ডেকে নিয়ে এসে উপজেলা পরিষদের সামানে বিক্ষোভ করে।
পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষোভকারীদের সাথে বহিরাগতরা মিলে পুলিশের বাধা উপেক্ষা করে রিয়াজুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ইউএনও এর বাসবভন, পিআইও অফিস সহ উপজেলার বিভিন্ন দপ্তরের চেয়ার টেবিল ভাঙচুর করে। পরে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষ থামানোর চেষ্টাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছুরিকাঘাতে আহত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবির কুমার দাস বলেন, অতীতে স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে সংঘর্ষের ঘটনা ঘটতো। যেকারনে এবছর পুলিশের উপস্থিতিতে উপজেলা মাঠ প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। কিন্তু তারপরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। এটা অত্যন্ত দুঃখজনক।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম (শহীদ) বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।