ঢাকা ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

ঈশ্বরদী দলিল লেখক সমিতির সাবেক সভাপতির বাড়ি ভাংচুর ও গুলিবর্ষণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় ১২:২৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / 49



ঈশ্বরদী পৌর যুবলীগের কর্মী সোহেল রানা ওরফে নাটা সোহেল (৩৮) তার দলবল নিয়ে ঈশ্বরদী দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও গুলিবর্ষণ করার ঘটনা ঘটিয়েছে। এতে আতংকিত হয়ে পড়েছে পুরো শহর।

শুক্রবার ০৬ ডিসেম্বর বিকালে ঈশ্বরদী হাসপাতাল রোডে অবস্থিত আওয়ামীলীগ নেতা ও দলিল লেখক সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিব ও জাহিদুর রহমান জাহিদের বাড়িতে এসব হামলা ঘটনা ঘটে।

হামলার শিকার হাবিব ও জাহিদের পরিবার সূত্রে জানা যায়, বিকেলে সোহেল রানা ওরফে নাটা সোহেল পিস্তল, ধারালো রামদা, চাপাতি, লোহার পাইপসহ ১২-১৫ জন সশস্ত্র বাহিনী নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির তালাবদ্ধ দরজা ভাঙ্গার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে দুই রাউন্ড গুলি বর্ষণ করে এলাকায় আতংক ছড়ায়। এরপর তারা বাড়িতে ইট, পাথর নিক্ষেপসহ জানালা ভাংচুর করে।

প্রত্যক্ষদর্শীর সূত্রে ও সিসি টিভি ফুটেজে দেখা যায়, ঘটনার সময় সোহেল রানা ওরফে নাটা সোহেল সশস্ত্র বাহিনী নিয়ে হাসপাতাল সড়কে মহড়া দেয়। এরপর তারা বাড়ি দুটিতে হামলা চালিয়ে ভাংচুর করে। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দুই রাউন্ড গুলি বর্ষণ করে। এতে গোটা এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এসময় হাসপাতালে যাতায়াতকারী রোগী বহনকারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ঈশ্বরদী দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব মুঠোফোনে বলেন, এ ব্যাপারে হামলাকারী সোহেল রানা ওরফে নাটা সোহেলকে প্রধান করে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, হামলার বিষয়টি জানা নেই। থানায় কোন অভিযোগও দায়ের করা হয়নি। অভিযোগ দায়ের করা হলে তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।

এই রকম আরও টপিক

ঈশ্বরদী দলিল লেখক সমিতির সাবেক সভাপতির বাড়ি ভাংচুর ও গুলিবর্ষণ

প্রকাশিত সময় ১২:২৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪



ঈশ্বরদী পৌর যুবলীগের কর্মী সোহেল রানা ওরফে নাটা সোহেল (৩৮) তার দলবল নিয়ে ঈশ্বরদী দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও গুলিবর্ষণ করার ঘটনা ঘটিয়েছে। এতে আতংকিত হয়ে পড়েছে পুরো শহর।

শুক্রবার ০৬ ডিসেম্বর বিকালে ঈশ্বরদী হাসপাতাল রোডে অবস্থিত আওয়ামীলীগ নেতা ও দলিল লেখক সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিব ও জাহিদুর রহমান জাহিদের বাড়িতে এসব হামলা ঘটনা ঘটে।

হামলার শিকার হাবিব ও জাহিদের পরিবার সূত্রে জানা যায়, বিকেলে সোহেল রানা ওরফে নাটা সোহেল পিস্তল, ধারালো রামদা, চাপাতি, লোহার পাইপসহ ১২-১৫ জন সশস্ত্র বাহিনী নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির তালাবদ্ধ দরজা ভাঙ্গার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে দুই রাউন্ড গুলি বর্ষণ করে এলাকায় আতংক ছড়ায়। এরপর তারা বাড়িতে ইট, পাথর নিক্ষেপসহ জানালা ভাংচুর করে।

প্রত্যক্ষদর্শীর সূত্রে ও সিসি টিভি ফুটেজে দেখা যায়, ঘটনার সময় সোহেল রানা ওরফে নাটা সোহেল সশস্ত্র বাহিনী নিয়ে হাসপাতাল সড়কে মহড়া দেয়। এরপর তারা বাড়ি দুটিতে হামলা চালিয়ে ভাংচুর করে। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দুই রাউন্ড গুলি বর্ষণ করে। এতে গোটা এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এসময় হাসপাতালে যাতায়াতকারী রোগী বহনকারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ঈশ্বরদী দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব মুঠোফোনে বলেন, এ ব্যাপারে হামলাকারী সোহেল রানা ওরফে নাটা সোহেলকে প্রধান করে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, হামলার বিষয়টি জানা নেই। থানায় কোন অভিযোগও দায়ের করা হয়নি। অভিযোগ দায়ের করা হলে তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।