সৎ বাবা কতৃক ৫ বছরের কন্যা শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ
- প্রকাশিত সময় ০৮:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
- / 34
পাবনার ঈশ্বরদীতে সৎ বাবা কতৃক ৫ বছরের কন্যা শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার ২৮ ডিসেম্বর সকালে ঈশ্বরদী পৌর এলাকায় জঘন্যতম এই ঘটনা ঘটে।
অমানুষ সৎ বাবা আকাশ (২২) কে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছেন পুলিশ।
ভুক্তভোগী কন্যার মা অভিযোগ করে বলেন, সকালে দেখি যে আমার মেয়ে কান্না করছে এবং তার গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করি তোমার ভাই তোমাকে মেরেছে কিনা। তখন আমার ছেলে বলে যে আব্বু মেরেছে। পরে আমার স্বামীকে জিজ্ঞাসা করলে সে অস্বীকার করে। পরবর্তিতে সদর হাসপাতালে নিয়ে গেলে তার গোপনাঙ্গ পরীক্ষা করে ক্ষত দেখতে পায় ডাক্তার।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িতরত্ব চিকিৎসক ডা. হাওয়া খাতুন জানান, মেয়েটির গোপনাঙ্গে ক্ষতচিহ্ন পেয়েছি। ঘটনাটি পুলিশ কেস হিসেবে রেজিস্টার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা মেয়েটিকে ওয়ানস্টপে পাঠানোর ব্যবস্থা করেছি।
ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে সৎ বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।