ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

চাঞ্চল্যকর মানিক হত্যার প্রধান আসামী টুনটুনিসহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত সময় ০৮:১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 21



পাবনার ঈশ্বরদীতে যুবলীগকর্মী ওয়ালিফ হোসেন মানিক (২৮) হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামী সৌরভ হাসান টুনটুনি ওরফে হাতকাটা টুনটুনিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) সকালে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অপর দুই আসামী হলেন হাতকাটা টুনটুনির আপন ছোট ভাই মো. মেহেদী হাসান শাওন (২৬) ও মোঃ ফজলুর ছেলে মোঃ সুইট (২৬)। তারা সকলেই ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের দিয়াড়বাঘইল গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রæতার জের ধরে গত ১৮ নভেম্বর/২৪ সালে সকাল সাড়ে ৮ টার দিকে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল রুপপুর পাকার মোড়ের মো. ইউনুস আলীর ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সদস্য ওয়ালিফ হোসেন মানিককে নিজ বাড়ি সংলগ্ন মক্কা হোটেলের পেছনে একই এলাকার সৌরভ হোসেন টুনটুনিসহ তার সহযোগীরা মানিককে ধারালো অস্ত্রের সাহায্যে এলোপাথাড়ি কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করে।

এই ঘটনায় নিহত মানিকের বাবা ইউনুস আলী বাদী হয়ে সৌরভ হোসেন টুনটুনিসহ এজহার নামীয় ১২ জন এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে পরের দিন ঈশ্বরদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নয়ন কুমার সাহা জানান, ঘটনার পর থেকেই আসামি টুনটুনি সহ প্রধান কয়েকজন আসামি পলাতক ছিল। তথ্য প্রযুক্তির সহযোগিতা ও গোপন সংবাদের ভিত্তিতে পাবনা পুলিশ সুপারের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পাবনা এবং ঈশ্বরদী সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) পাবনার তত্ত্বাবধায়নে, অফিসার ইনচার্জ ঈশ্বরদী থানার নেতৃত্বে ঈশ্বরদী থানা ও রুপপুর পুলিশ ফাঁড়ির সমন্বয়ে একটি চৌকস দল পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকা হতে মানিক হত্যা মামলার প্রধান আসামিদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরোও জানান, এই মামলায় ইতিপূর্বে এজাহার নামীয় আরোও ৫ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম শহীদ জানান, আসামীদের পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার প্রচেষ্টা চলমান রয়েছে।

উল্লেখ্য, নিহত যুবলীগকর্মী ওয়ালিফ হোসেন মানিকের নেতৃত্বে যুবলীগকর্মী সৌরভ হাসান টুনটুনির বাম হাতের কনুই পর্যন্ত কেটে ফেলা ও তার ছোটভাই তাফসির আহমেদ মনাকে হত্যা করা হয়। এসব মামলার প্রধান আসামী ছিলেন নিহত মানিক।

এই রকম আরও টপিক

চাঞ্চল্যকর মানিক হত্যার প্রধান আসামী টুনটুনিসহ ৩ জন গ্রেফতার

প্রকাশিত সময় ০৮:১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫



পাবনার ঈশ্বরদীতে যুবলীগকর্মী ওয়ালিফ হোসেন মানিক (২৮) হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামী সৌরভ হাসান টুনটুনি ওরফে হাতকাটা টুনটুনিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) সকালে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অপর দুই আসামী হলেন হাতকাটা টুনটুনির আপন ছোট ভাই মো. মেহেদী হাসান শাওন (২৬) ও মোঃ ফজলুর ছেলে মোঃ সুইট (২৬)। তারা সকলেই ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের দিয়াড়বাঘইল গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রæতার জের ধরে গত ১৮ নভেম্বর/২৪ সালে সকাল সাড়ে ৮ টার দিকে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল রুপপুর পাকার মোড়ের মো. ইউনুস আলীর ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সদস্য ওয়ালিফ হোসেন মানিককে নিজ বাড়ি সংলগ্ন মক্কা হোটেলের পেছনে একই এলাকার সৌরভ হোসেন টুনটুনিসহ তার সহযোগীরা মানিককে ধারালো অস্ত্রের সাহায্যে এলোপাথাড়ি কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করে।

এই ঘটনায় নিহত মানিকের বাবা ইউনুস আলী বাদী হয়ে সৌরভ হোসেন টুনটুনিসহ এজহার নামীয় ১২ জন এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে পরের দিন ঈশ্বরদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নয়ন কুমার সাহা জানান, ঘটনার পর থেকেই আসামি টুনটুনি সহ প্রধান কয়েকজন আসামি পলাতক ছিল। তথ্য প্রযুক্তির সহযোগিতা ও গোপন সংবাদের ভিত্তিতে পাবনা পুলিশ সুপারের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পাবনা এবং ঈশ্বরদী সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) পাবনার তত্ত্বাবধায়নে, অফিসার ইনচার্জ ঈশ্বরদী থানার নেতৃত্বে ঈশ্বরদী থানা ও রুপপুর পুলিশ ফাঁড়ির সমন্বয়ে একটি চৌকস দল পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকা হতে মানিক হত্যা মামলার প্রধান আসামিদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরোও জানান, এই মামলায় ইতিপূর্বে এজাহার নামীয় আরোও ৫ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম শহীদ জানান, আসামীদের পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার প্রচেষ্টা চলমান রয়েছে।

উল্লেখ্য, নিহত যুবলীগকর্মী ওয়ালিফ হোসেন মানিকের নেতৃত্বে যুবলীগকর্মী সৌরভ হাসান টুনটুনির বাম হাতের কনুই পর্যন্ত কেটে ফেলা ও তার ছোটভাই তাফসির আহমেদ মনাকে হত্যা করা হয়। এসব মামলার প্রধান আসামী ছিলেন নিহত মানিক।