ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা

- প্রকাশিত সময় ০৮:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / 25
ক্লাশ ও পরীক্ষা বর্জন করে ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করছেন ঈশ্বরদী কৃষিপ্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা।
কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূরীকরণ, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (DAE) অধিন থেকে বের করে সম্পূর্ণরূপে কৃষি মন্ত্রনালয়ের আলাদা প্রতিষ্ঠান করাসহ মোট ৮ দফা দাবি করেন তারা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২ ঘটিকায় এ আন্দেলন করেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা ঈশ্বরদীর আলহাজ্ব মোড়স্থ বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্রস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের নিজেস্ব ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক ধরে পোষ্ট অফিস মোড় প্রদক্ষিন শেষে আবারো ক্যাম্পাসে এসে তাদের অবস্থান কর্মসূচীতে যোগদান করেন।
শিক্ষার্থীদের ৮ দফা দাবি গুলোর মধ্যে রয়েছে-
১. ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ দিতে হবে।
২. উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর কৃষি কর্মকর্তা হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
৩. কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূরী করণ করতে হবে।
৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি এ ই এর অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণরূপে কৃষি মন্ত্রনালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে।
৫. সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষি বিদদের জন্য সংরক্ষিত করতে হবে।
৬. ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারী চাকুরির ক্ষেত্রে ন্যূন্যতম ১০ গ্রেডের পে-স্কেল বেতন দিতে হবে।
৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠে সংযুক্তির ভাতা প্রদান করতে হবে।
৮. উপ সহকারী কৃষি কর্ম কর্তাদের চাকুরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।
এসময় শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। তারা দাবি আদায় না করে একজনও ক্লাসে ফিরতে চাননা। তাতে তাদের যেকোন ধরনের প্রতিকূলতাকে পরাভূত করতে তারা সদা প্রস্তুত।