বিজ্ঞপ্তি :
সাঁথিয়ায় ৮শ’ কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৭:৫০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
- / 122
সাঁথিয়া উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কৃষি প্রনোদনার আওতায় ২০১৯-২০ অর্থ বছরে সাঁথিয়ায় ৮শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের মধ্যে বিনামূল্যে সরিষা ফসলের বীজ ও রাসানিক সার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের বিএডিসি’র গোডাইনের সামনে উপজেলা নিবার্হী অফিসার এস,এম জামাল আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্পসারণ অফিসার মোহাম্মদ ফারুক হোসেন চৌধরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
আরো বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা।
পরে প্রধান অতিথি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের মধ্যে বিনামূল্যে প্রতি কৃষককে ১ কেজি করে সরিষা ফসলের বীজ ও ২০ কেজি ডিএপি এবং ১ কেজি এমওপি রাসানিক সার বিতরণ করেন। এছাড়াও পর্যায়ক্রমে মসুর, ভ’ট্রা ও পিয়াজের বীজ বিতরণ করা হবে।