পাবনায় বিনা খরচে জরায়ু সংক্রান্ত গরীব রোগীদের ওপারেশন
- প্রকাশিত সময় ০৯:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
- / 130
অস্টেলিয়ার ডি.এ.কে ফাউন্ডেশনের, এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ইমপ্যাক্ট ফাউন্ডেশনের ব্যবস্থপনায় পাবনায় তিন দিনব্যপী বিনা খরচে জরায়ু সংক্রান্ত (জরায়ু বের হয়ে আসা) গরীব রোগীদের ওপারেশন করা হয়েছে।
গতকাল পাবনা শহরের আল-আমিন ক্লিনিকের সহযোগিতায় এই তিন দিনে মোট ১৫ জন রোগীর ওপারেশন কার্যক্রম সম্পন্ন করেছে।
বাংলাদেশ ইমপ্যাক্ট ফাউন্ডেশনের আওতায় সারা দেশে ২০১৬ সাল থেকে ২০১৯ পর্যন্ত প্রায় দশ হাজার রোগীর ওপারেশন সম্পন্ন করেছে বলে জানান কর্তৃপক্ষ।
এর মধ্যে আল-আমিন ক্লিনিকের মাধ্যমে পাবনাতেই মোট পঞ্চাশ জন গরীব রোগীকে এ সেবা প্রদান করা হয়।
এসব ওপারেশন সেবা পরিচালনা করেছেন পাবনা মেডিকেল কলেজের গাইনী সার্জন ডা: নার্গিস সুলতানা, গাইনী সার্জন ডা: শাহীন ফেরদৌস শানু, এনেসথেসেটিস ডা: শামসুল হক, বাংলাদেশ ইমপ্যাক্ট ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার ডা: মাকসুদুল ইসলাম, আল-আমিন ক্লিনিকের মেডিকেল অফিসার ডা: উম্মে রুমানা বুবলী ও ডি.এ.কে ফাউন্ডেশনের গাইনী বিশেষজ্ঞ অস্টেলিয়ান ডা: বারবারা এ্যান হেল।
বিশেষজ্ঞ চিকিৎসক জানান জরায়ু সংক্রান্ত এ রোগ ৪০ থেকে ৫০ বছরের অতিক্রম করা মহিলাদের বেশী দেখা দেয়।
জরায়ু বের হয়ে আসা যেসব মহিলাদের চিকিৎসা করার মত যাদের সামর্থ নেই অথবা অনেকে অবহেলা করেন তাদের নানা ধরনের সমস্যায় পরতে হয়, এমনকি বেশিদিন অতিবাহিত হলে ক্যান্সারে পরিনত হতে পারে।
তবে এ সমস্যা সময় মত ওপারেশন করে ফেললে সাভাবিক জীবন যাপন করা যায় বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকগন।