১৭ নভেম্বর জাতীয় গণফ্রন্টের উদ্যোগে মাওলানা ভাষানীর স্মরণসভা অনুষ্ঠিত হবে
- প্রকাশিত সময় ০৯:২৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
- / 54
মাওলানা ভাষানী মার্কিনসহ সকল সা, ভারতীয় আধিপত্যবাদ, দালাল-লুটেরাপুঁজি, সামন্তবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শ্রমিক, কৃষক-খেতমজুর, মধ্যবিত্ত-নিম্নবিত্ত, মেহনতি জনগণের জন্য অব্যাহত লড়াই করে গেছেন।
সমাজতন্ত্রের লক্ষে জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার প্রতিষ্ঠার সৈনিক ছিলেন।
মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ নভেম্বর, ২০১৯ রবিবার বিকাল ৪টায় জাতীয় গণফ্রন্টের পাবনা জেলা কমিটির উদ্যোগে খেয়াঘাট রোডস্থ পাবনা জেলা কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাষানী) কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড. শেখ আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মুক্তি কাউন্সিল পাবনা শাখার সভাপতি মজিবর রহমান ও তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পাবনা জেলা শাখার সদস্য সচিব সাংবাদিক আবদুল জব্বার।
বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা আব্দুল কুদ্দুস, জাতীয় কৃষক খেতমজুর সমিতির পাবনা জেলা কমিটির সভাপতি কৃষকনেতা মাহাতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস শুকুর।
উক্ত স্মরণসভায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর অনুসারীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক হাসিবুর রহমান হাসু।