বিজ্ঞপ্তি :
পাবনায় মহান বিজয়ের মাস উপলক্ষে বিএমএসএফ’র আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জলন

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৯:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
- / 113
পহেলা ডিসেম্বর বিজয়ের মাস শুরু উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা জেলা শাখা আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করে।
গতকাল রোববার বিকাল সাড়ে ৪টায় পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের পাবনা জেলা শাখার আহবায়ক মোবারক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক ও লেখক বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সাংবাদিক খালেকুজ্জামান পান্নু, প্রভাষক গিয়াস উদ্দিন।
উপস্থিত ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম বাঁধন, নাসিম আহমেদ, বায়েজিদ বোস্তামি, মোঃ ফারুক হোসেন, আরিফ খান, ফজলুল হক, গালিব আবরার জাহানসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক কামরুল ইসলাম।