সুজানগরে আমন ধান সংগ্রহে উন্মুক্ত লটারী কার্যক্রর
- প্রকাশিত সময় ০৩:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
- / 108
সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশ এখন শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশই নয় বরং উদ্বৃত্ত খাদ্য শস্যের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
বাম্পার উৎপাদনে ধানের মূল্য কম হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার কৃষকদের যথাযথ মূল্য নিশ্চিতে সব ধরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন আমন ধান সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে উন্মুক্ত লটারির মাধ্যমে তালিকাভুক্ত সব প্রান্তিক সাধারণ কৃষকের কাছ থেকে পর্যায়ক্রমে ধান কেনা হবে, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” প্রতিপাদ্য নিয়ে আমন ধান সংগ্রহ মৌসুম ২০১৯-২০ অর্থ বছরে পাবনার সুজানগরে স্বচ্ছতার সাথে কৃষকদের নিবার্চন উন্মুক্ত লটরী কার্যক্রম হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রনের বস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে ও উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ওয়াহিদ মোস্তফা মিল্টনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান এস এম সামসুল আলম, মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, যুবলীগ নেতা আজিজুল হক বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ হোসেন প্রমুখ।