পাবনার মার্কাজ মসজিদ নিয়ে জেলা প্রশাসনের সিদ্ধান্ত বাতিলের দাবীতে তাবলিগ জামাতের স্বারকলিপি
- প্রকাশিত সময় ০৪:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
- / 122
পাবনা প্রতিনিধি ঃপাবনার তাবলিগ জামাতের ধর্মপ্রান মুসুল্লিদের পবিত্র স্থান “মার্কাজ মসজিদ” সম্পর্কে গৃহীত সিদ্ধান্ত বাতিলের দাবীতে গতকাল সোমবার পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বরাবর স্মারকলিপি দিয়েছেন পাবনা তাবলিগের মূলধারার সাথীগণ।
স্মারকলিপি প্রদানের আগ থেকেই পাবনা তাবলীগের ছোট ছোট দলে বিভক্ত হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে আসতে থাকেন। সেখানে সমবেত হয়ে তালিম শুরু করেন মুসল্লীরা।
জানা যায়,পাবনা তাবলীগের দুইটা গ্রুপ সৃষ্টি হওয়ায় মার্কাজ মসজিদে উভয়দের জন্য আমল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২৭ নভেম্বর পাবনা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত করে যে মসজিদে উভয় পক্ষই আমল করতে পারবে। এবং মেহমান হতে পারবে।
এক সপ্তাহ মওলানা সাদ কান্ধলভী পন্থী অন্য সপ্তাহ অপর পক্ষ উলামায়ে কেরামগন তাবলীগ কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু প্রথম পক্ষ তা গ্রহণযোগ্য মনে না করে স্মীরকলিপিতে উল্লেখ করেছেন, এ আদেশে আমাদের সাথে অবিচার করা হয়েছে।
মার্কাজ মাসজিদ জমিদাতা ও মোতাওয়ালি একজন শূরা সদস্য। পাবনা জেলার তাবলীগ কার্যক্রম পরিচালনার জন্য ৪ জন শূরা সদস্য জীবিত আছেন এবং ৪ জনই তাবলীগের মূল ধারার মূলধারার তথা নিজামুদ্দিন বাংলাওয়ালি মার্কাজ থেকে পরিচালিত তাবলীগের সমর্থক এবং হযরত মাওলানা সাদ কান্ধলভী কে বিশ্ব আমির হিসেবে মেনে চলেন।মুলধারার নেতৃত্বেই মার্কজ মসজিদে তাবলীগের কার্যক্রম চলবে।
অন্যদিকে, তাবলীগ জামাঅতের উলামা কেরামপন্হী মুফতি ইমরান খান বলেন আমরা সবাই মার্কাজ মসজিদে মেহমান করারর জন্য অন্য মুসলমানের মত আমাদেরও অধিকার আছে।
পাবনা জেলা মার্কাজ মসজিদের আহলে শূরা ডাঃমো শাহাদাৎ হোসেন এর নেতৃত্ব স্মারকলিপি প্রদানেন সময় উপস্থিত ছিলেন ডাঃ শামসুল হক,মাওলানা সাইফুল ইসলাম, মওলানা মোহাহিদ সহ মূলধারা তাবলীগের সকল সাথীগণ।