পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকে তোয়াক্কা না করে শেখ মজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন,সাঁথিয়ায়-তথ্য প্রতিমন্ত্রী
- প্রকাশিত সময় ০৫:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
- / 151
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি ঃ তথ্য প্রতিমন্ত্রী ডাঃ হাসান মাহমুদ বলেছেন, খুনি খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করা হবে।
শেখ মজিবুর রহমানের হত্যাকারীদের কে মোস্তাক সূর্য সন্তান বলে আখ্যায়িত করে।
জিয়া ও মোস্তাকের মরণোত্তর বিচার করে তাদের কু-কৃর্তি জন সম্মখে উন্মোচন করা হবে।
তিনি আরও বলেন পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকে তোয়াক্কা না করে শেখ মজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন।
যা অন্য কোন নেতার পক্ষে সম্ভাব ছিল না। তিনি বলেন শেখ মজিবুর রহমানের রাজনৈতিক জীবনে কোন ব্যর্থতা ছিল না।
তিনি একজন সফল রাষ্ট্র নায়ক ছিলেন। ঠিক তার মত রাষ্ট্র পরিচালনা করছেন মানবতার জননী শেখ হাসিনা।
তিনি বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে। তাকে দাবিয়ে রাখার ক্ষমতা জামায়াত বিএনপি’র নেই।
প্রধান মন্ত্রী দেশে অপ্রতিরোধ্য উন্নয়ন করে যাচ্ছে। কোন অপশক্তি শেখ হাসিনার সরকারের প্রতি বাঁধা দিয়ে দাঁড়াতে পারবে না।
সাঁথিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক উজ্জ্বল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে দান কালে উপরোক্ত কথা বলেন তথ্য প্রতি মন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি।
পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক ও প্রেসক্লাবের ২য় তলার নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সোমবার দুপুর স্বাধীনতা সোপানে প্রেসক্লাবের সভপাতি জয়নুল আবেদীন রানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব শামসুল হক টুকু এমপি।
উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, জেলা ম্যাজেট্রেট জাহিদ নেওয়াজ, পৌর মেয়র মিরাজুল প্রাং, উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাসান আলী খান, রবিউল করিম হিরু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ, উপজেলা আ’লীগের সম্পাদক তপন হায়দার সান।
প্রেসক্লাবের সম্পাদক আবুল কাশেম, সাংবাদিক মানিক মিয়া রানা। পরে সাঁথিয়া হানাদার মুক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতি মন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি।