দেশের উন্নয়নের মহাযাত্রা চলমান রাখতে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে হবে —এ্যাড. শামসুল হক টুকু এমপি
- প্রকাশিত সময় ০৬:১৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / 136
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেন, দেশের উন্নয়নের অন্যতম বাঁধা মাদক।
মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের নয়, পরিবার সমাজ ও দেশ ধবংশ করে। দেশের উন্নয়নের মহাযাত্রা চলমান রাখতে ও সুস্থ্য জাতি গঠনে যুবসমাজ ও নতুন প্রজন্মকে মাদকমুক্ত রাখতেই হবে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা দিয়েছেন তা সফল করতেই হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে পাবনার সাঁথিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উৎসর্গ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রচারাভিযানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিত্বে প্রধান আলোচক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, সচিব জামাল উদ্দিন আহম্মেদ বলেন, উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ বিশে^র বিশ্ময়ে পরিনত হলেও মাদক আমাদের বাধাগ্রস্ত করছে।
দেশের প্রায় ৭০লাখ মাদকাসক্ত ঘুনে ধরার মত দেশকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। দেশের সকল শ্রেণিপেশার মানুষ সম্মিলিতভাবে এটা রোধ করতে হবে।
সভায় আরও বক্তৃতা করেন ডিডি এলজি আফরোজা আখতার, অথিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার, সঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল।
নাট্য ব্যক্তিত্ব শিিহদুল আলম সাচ্চু, অধ্যক্ষ নজরুল ইসলাম, উৎসর্গের সম্পাদক তানজিলা আখতার, সাঁথিয়া প্রেসক্লাবের সম্পাদক আবুল কাশেম প্রমুখ। শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান