বিজ্ঞপ্তি :
পাবনায় অনুষ্ঠিত হয়েছে কৃষক ও রাজশাহী এবং রংপুর বিভাগের কৃষি গবেষকদের নিয়ে কর্মশালা
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৬:৫১:২১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / 105
সকালে স্থানীয় ব্রাক লার্নিং সেন্টারে বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের মশলা গবেষনা ইনস্টিটিউট এ কর্মশালার আয়োজন করে।
বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (সস্প্রসারণ) সনৎ কুমার সাহা।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব গবেষনা কমলা রঞ্জন দাস, কৃষি গবেষনা ইনস্টিটিউটের পরিচালক কিংকর চন্দ্র দাস ও ড. আব্দুল ওহাব।
কর্মশালায় মুল প্রবন্ধ পাঠ করেন প্রকল্প পরিচালক ড. শৈলেন্দ নাথ মজুমদার এবং সঞ্চালনা করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: রবিউল আলম।
কর্মশালায় পেয়াজসহ মশলা ফসলে স্বনির্ভরতা অর্জনে অধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উৎসাহ দেয়া হয়।
এই রকম আরও টপিক
কর্মশালায় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট ব্রাক লার্নিং সেন্টার মহাপরিচালক