বিজ্ঞপ্তি :
পাবনায় আজ থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ইছামতি নদীর অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৩:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / 106
: পাবনায় আজ থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ইছামতি নদীর অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান।
সকালে শহরের পুরাতন ব্রীজ এলাকা থেকে শুরু হওয়া এ অভিযানের নেতৃত্ব দেন পাবনার জেলা প্রশাসক কবির মাহমুদ ও পানি উন্নয়ন বোর্ডের পাবনা অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল ইসলাম।
বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিতিতে প্রায় তিন ঘন্টা ব্যাপী এ অভিযানে বড় বড় দ্বিতল এবং তিনতলা ভবন সহ ৮০ টি অবকাঠামো ভেঙ্গে উদ্ধার করা হয় প্রায় ৫ একর সরকারী স¤পত্তি।
যার অনুমানিক বাজার মুল্য প্রায় অর্ধ শত কোটি টাকা বলে জানান পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ।
জেলা প্রশাসন জানায়, এ অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে ইছামতির ৩৩৪ জন তালিকাভুক্ত অবৈধ দখলদারসহ গোটা জেলায় প্রায় সহস্রাধিক অবকাঠামো উচ্চেছদ করা হবে।