সুজানগরে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ
- প্রকাশিত সময় ০৭:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / 90
সুজানগর (পাবনা) প্রতিনিধি: “সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ” পাবনার সুজানগর উপজেলায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০১৯ অনুষ্ঠিত হযয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মানুনার রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বীদ ময়নুল হক সরকার।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম সামসুল আলম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ই¯্রাফিল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলার ৫০ জন পাটচাষী অংশগ্রহণ করেন।