পাবনায় লোকসংগীত কে বাঁচিয়ে রাখার প্রয়াসে গানের অনুষ্ঠান “আগে কি সুন্দর দিন কাটাইতাম” অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৯:৪২:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / 102
পাবনায় বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীত কে বাঁচিয়ে রাখার প্রয়াসে কৃষাণ-কৃষাণী, মাঝি-মাল্লা ও অন্যান্য শ্রমজীবী মানুষের কন্ঠে গানের অনুষ্ঠান “আগে কি সুন্দর দিন কাটাইতাম” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে পাবনা সদর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উক্ত অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন পেশাজীবি মানুষ জারি, সারি, বাউল,ভাটিয়ালি, হাসনরাজা, বিয়ের গীত সহ গ্রামের ঐতিহ্য লোকসংগীত পরিবেশন করেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কবীর মাহমুদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক আফরোজা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ,অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, পাবনা প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ,উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।