লালপুরে এক্সিম ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
- প্রকাশিত সময় ০৬:৫৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / 106
লালপুর (নাটোর) প্রতিনিধ:নাটোরের লালপুরে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড লালপুর শাখার আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
নাটোরের লালপুরে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড লালপুর শাখার আয়োজনে ৩১ ডিসেম্বর মঙ্গলবার লালপুরে ছায়া প্রতিবন্ধী স্কুল, বালিতিতা কওমী মাদ্রাসা, মোমিনপুর এতিমখানা, নওপাড়া হাফেজিয়া মাদ্রাসা, মহিলা কওমী মাদ্রাসা, চরজাজিরা আলোর দিশা স্কুলের শিক্ষার্থী ও অসহায় হত দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
উপস্থিত ছিলেন এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড লালপুর শাখার ম্যানেজার আনোয়ার হোসেন, লালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ্ আল হাসান তনু প্রমূখ।
এছাড়াও ব্যাংক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।