গভীর রাতে ঘরে ঘরে গিয়ে ৫‘শ শীতবস্ত্র এবং ২‘শ কম্বল দু:স্থদের হাতে তুলে দিলেন পাবনা চেম্বার নেতৃবৃন্দ
- প্রকাশিত সময় ০৬:০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
- / 80
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই ব্রতকে সামনে রেখে বুধবার গভীর রাতে পাবনা শহররের অসহায় দু:স্থ ও ছিন্নমুল মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের হাতে ৫‘শ শীতবস্ত্র এবং ২‘শ কম্বল তুলে দিয়েছে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি নেতৃবৃন্দ।
পাবনা চেম্বারের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. আলী মর্তুজা বিশ্বাস সনি, সহসভাপতি মো. ফোরকান রেজা বিশ্বাস বাদশার নেতৃত্বে চেম্বারের পরিচালকবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবন্দ গভীর রাতে দু:স্থ মানুষ কে খুজে খুজে এ সব শীতবস্ত্র বিতরণ করেন।
অসহায় মানুষগুলো না চাইতেই উন্নতমানের এ সব শীতবস্ত্র পেয়ে খুব খুশি হন।
পাবনা চেম্বারের পরিচালক সাংবাদিক এবিএম ফজলুর রহমান, মো. সাজ্জাদ প্রামানিক বাচ্চু, আশরাফ উজ্জামান মিঠু, মোহাম্মদ আলী, মিরাজুল আলম রুবেল, ব্যবসায়ী শ্যামল ঘোষ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী বলেন, প্রতিটি মানুষের উচিত সার্মথ্য অনুযায়ী শতিার্তদের পাশে দাড়ানো।
পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি বলেন, মুজিব বর্ষের শুরুতে চেম্বার একটি মহৎ কাজের মাধ্যমে তাদের কর্মসুচি শুরু করেছে।
পাবনা চেম্বার অব কমার্সের সহসভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস বলেন, মানুষের সুখে দু:খে পাবনা চেম্বার পাশে থাকবে।