বেড়ায় ভুয়া ডাক্তার আটক
- প্রকাশিত সময় ০৫:৪৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
- / 86
বেড়া (পাবনা) প্রতিনিধিঃবেড়ায় ভুয়া ডাক্তার আটক করে ৫০হাজার টাকা অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক।
গতকাল সোমবার (১৩জানুয়ারি) দুপুর পোনে ২টার সময় বেড়া বাসষ্ট্যান্ডের পাশে নুরুন্নাহার ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালান ভ্রাম্যমান আদালতের বিচারক বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী।
ভুয়া ডাক্তারের নাম মোঃ ফরহাদ আলী (৪৫)। তিনি সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার কান্দাপাড়া গ্রামের কোরবান আলী ছেলে।
তিনি এমবি বি এস (ইন্ডিয়া) বাত,ব্যাথা প্যারালাইসিস ও অর্থোপেডিকস ডাক্তার নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় রোগীর চিকিৎসা দিয়ে আসছিলেন।
গতকাল সোমবার (১৩জানুয়ারি) দুপুর পোনে দুইটার সময় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বেড়া বাসষ্ট্যান্ডের পাশে নুরুন্নাহার ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালিয়ে উক্ত ডাক্তারের নিকট লাইসেন্স চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন।
এসময় বিচারক তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত গঠন করে তাকে ৫০হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নুরুন্নাহার ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালাই।
পরে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর (২২) ধারা অনুযায়ী ওই ভুয়া ডাক্তারকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।