পাবনা এক্সপ্রেস ট্রেনের নাম পরিবর্তনের প্রতিবাদে উত্তরণের মানববন্ধন
- প্রকাশিত সময় ০৮:৪৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
- / 95
সংবাদদাতা ঃ পাবনা-রাজশাহী রুটে চলাচলকারী ‘পাবনা এক্সপ্রেস’ ট্রেনের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় পাবনা প্রেসক্লাবের সামনে উত্তরণ সাহিত্য আসর ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, পাবনাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পাবনা-ঢালারচর রেললাইন নির্মাণ করে বর্তমান সরকার।
২০১৮ সালের ১৫ জুলাই পাবনার ঈশ্বরদী উপজেলার মাজগ্রাম হয়ে পাবনা স্টেশন পর্যন্ত রেললাইন নির্মাণ ও পাবনা এক্সপ্রেস নামের একটি ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আকস্মিক ভাবে দু’দিন আগে ট্রেনটির নাম পরিবর্তন করে ঢালারচর এক্সপ্রেস করা হয়। অবিলম্বে ট্রেনের নামটি পাবনা এক্সপ্রেস নামে পুনর্বহাল করার দাবি জানান বক্তারা।
আগামী সাতদিনের মধ্যে নাম পুনর্বহাল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, উত্তরণ সাহিত্য আসরের সভাপতি আলমগীর কবির হৃদয়, সুমন আলী সাধারণ সম্পাদক সোনার বাংলা মা একাডেমীর, ভাস্কর চৌধুরী পরিচালক ইছামতি থিয়েটার, কামাল আহমেদ সিদ্দিকী সহ-সভাপতি পাবনা প্রেসক্লাব, কবি আনোয়ার হোসেন খান, দেওয়ান মাহবুবুল ইসলাম পরিচালক তহুরা আজিজ ফাউন্ডেশন প্রমুখ।