পাবনার সাঁথিয়ায় ৪১তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান
- প্রকাশিত সময় ০৬:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
- / 107
“জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে ধারণ করে গতকাল বুধবার পাবনার সাঁথিয়ায় তিন দিনব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড এর সমাপনী ও বিজয়ীদের মধ্যে উপজেলা প্রশাসন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
উক্ত অনুষ্টানে বক্তব্য দেন, মহিলা ভাইসচেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা,সহকারী প্রোগ্রামার তপু দেবনাথ প্রমুখ। বক্তাগন বলেন, আমাদের নতুন প্রজন্মকে কুসংস্কার ও ধর্মান্ধতা থেকে বের হয়ে আধুনিক ও বিজ্ঞান মনষ্ক হয়ে গড়ে উঠতে হবে।
মেলায় উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও উচ্চবিদ্যালয় থেকে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে । অংশ গ্রহনকারী ক্ষুদে বিজ্ঞানীদের বেশ কিছু নতুন উদ্ভাবন দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। তিন দিনের এই মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান মেলা উপভোগ করে।