প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও পলিটেকনিক্যাল ইন্সটিটিউট এর অভিনন্দন
- প্রকাশিত সময় ০৮:২৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
- / 91
উপজেলা পর্যায়ে ৩২৯ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন ২য় শীর্ষক প্রকল্প গত ২১ জানুয়ারি একনেকের সভায় অনুমোদনের করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দনপত্র দিয়েছেন পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ইঞ্জিঃ মোঃ জমিদার রহমান ও পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিকুর রহমান।
গতকাল সকালে শিক্ষক ছাত্রছাত্রীরা একটি আনন্দ রেলী বের করেন এবং পরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে এসে অভিনন্দনপত্র প্রদান করেন। পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ অভিনন্দন স্মারকপত্র গ্রহণ করেন।এসময় উপস্থিত ছিলেন পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও পলিটেকনিক্যাল ইন্সটিটিউট এর শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেন।এর ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার বিকাশে দক্ষ হয়ে কাজ করে যাচ্ছে। আধুনিক বিশ্বে শ্রম বাজারের প্রতিযোগীতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাই দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। এই মেগা প্রকল্পে দেশের উপজেলা পর্যায়ে ৩২৯ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্হাপন করা হবে। যার ব্যায় হবে ২০ হাজার কোটি টাকার বেশী। সেখান থেকে দক্ষ হয়ে গড়ে উঠবে প্রায় সাড়ে তিন লক্ষ দক্ষ কারিগরি জনশক্তি।