পাবনার সাঁথিয়ায় দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু বাস্তবায়নের দাবীতে ঐতিহাসিক মানববন্ধন
- প্রকাশিত সময় ০৩:৫৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
- / 114
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ সাঁথিয়ায় আরিচা-কাজিরহাট-দৌলতদিয়া সংযোগকারী বহুমুখী ওয়াই আকারের ২য় যমুনা-পদ্মা সেতু বাস্তবায়নের দাবীতে গতকাল সোমবার (২৭জানুয়ারী) সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত ঈশ^রদী রেল স্টেশন থেকে কাজিরহাট পর্যন্ত পাবনা-ঢাকা মহাসড়কে ঈশ্বর্দী, পাবনা, আতাইকুলা, মাধপুর, বনগ্রাম, কাশিনাথপুর, কাজিরহাটসহ ১৪০ কিলোমিটার ব্যাপী ঐতিহাসিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বহুমুখী সেতু বাস্তবায়নের দাবীতে মানববন্ধনে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, সাবেক উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক খান, আর.আতাইকুলা ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিশ্বাস, ভুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু ইউনুস, কাশিনাথপুর ইউপি চেয়ারম্যান মুঞ্জুর এলাহী, ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মনছুর আলম পিন্চু, আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সোবহান প্রমুখ। মানববন্ধনে সাংবাদিক, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা শিক্ষক সমিতি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণী পেশার হাজার হাজার মানুষ তাদের প্রাণের দাবীতে এ ঐতিহাসিক মানববন্ধনে অংশ গ্রহণ করেন।